কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় মুজিববর্ষ”পালনে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নানামুখি কর্মসূচি বাস্তবায়ন করেছে পশ্চিমাঞ্চল বিদ্যুত বিক্রয় ও বিতরণ বিভাগ (ওজোপাডিকো লিমিটেড)। এ উপলক্ষে গতকাল রোববার সকাল ১০টায় ওজোপাডিকো লিমিটেডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমানের সভাপতিত্বে কুষ্টিয়া বিক্রয় ও বিতরণ বিভাগ চত্বরে এসব কর্মসূচি উদ্বোধন ও বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শফিক উদ্দিন। কর্মসূচির মধ্যে ওজোপাডিকো চত্বরে মুজিবশতবর্ষে শতবৃক্ষ রোপণ, মুজিববর্ষ শিশু-কিশোর বিনোদন পার্ক উদ্বোধন ছাড়াও আন্তঃবিভাগীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন। শেষে বিভাগীয় রাজস্ব সভায় অংশগ্রহণসহ সেবা কার্যক্রম পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন ওজোপাডিকো লিমিটেডের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুজ্জামান, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়াসহ ৪টি জেলার ১২টি কার্যালয়ের নির্বাহী ও আবাসিক প্রকৌশলীসহ সকল কর্মকর্তাগণ।
এসময় ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শফিক উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাধিকার ভিত্তিক জনগুরুত্বপূর্ণ বিবেচনায় বিদ্যুত খাতের উন্নয়ন ও গ্রাহক সেবা নিশ্চিতে যে অঙ্গীকার করেছিলেন, আমরা সেই অঙ্গীকারের সফলতা কাক্সিক্ষত পর্যায়ে নিয়ে এসেছি। বিদ্যমান এ অবস্থাকে টেকসই করে আরও উত্তোরণে ওজোপাডিকো লিমিটেড মুজিব শতবর্ষের অঙ্গীকার হিসেবে নানা কর্মসূচি গ্রহণসহ বাস্তাবায়ন করে যাচ্ছে।