স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শুভতারা চাইল্ড হোমস কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া, মেধা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সাতভাইপুকুর এলাকায় অবস্থিত স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ সাংবাদিক নাসির উদ্দিন আহম্মেদ। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহাবুবুর রহমান মিলন ও বিশেষ অতিথি ছিলেন মিকাইল হোসেন। বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল নাজমা আহম্মেদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক জেসমিন, আহসান, বীথি, রিমা, রোকেয়া, শারমিনসহ অভিভাবকবৃন্দ। প্রতিযোগিতার ২২টি ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। একই সাথে বিদ্যালয় থেকে ২০১৯ সালের কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত আওজাফ বিনতে ফারুকী, শাহিমা আক্তার, সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ইসরাত, আহনাফ, সাদিকুর ও সাফিয়াকে সংবর্ধনা এবং পুরস্কার দেয়া হয়।