স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা রেলপাড়ার নাফিজা সিদ্দিকা জোয়ার্দ্দার নির্মার রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ আসর মরহুমার পরিবারের উদ্যোগে রেলপাড়ার বাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে নাফিজা সিদ্দিকার নিকট আত্মীয়-স্বজন, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ মুসল্লীদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা, জেলা আ.লীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর সেখ গোলাম মোস্তফা মাস্তার, ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক জিনারুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজু, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি শাহরিন হক মালিক, সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম মালিক লার্জ, সালাউদ্দিন মো. মর্তূজা, শ্রমিক নেতা মিল্টু জোয়ার্দ্দার, প্রবীণ মুসল্লী সাইমিয়া, জহুরুল ইসলাম জোয়ার্দ্দারসহ চেম্বারের সকল সদস্য, দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ, চুয়াডাঙ্গা রেলবাজার কাচাঁবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন বাচ্চু, রেলবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শেল্টন জোয়ার্দ্দার, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি প্রবীণ সাংবাদিক আজাদ মালিতা এবং মুসল্লীগণ। দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা বড় মসজিদের ইমাম মাও. বশির আহম্মেদ। এছাড়া বয়ান রাখেন হাফেজ শিহাব উদ্দিন ও হাফেজ আশরাফুল ।
উল্লেখ্য, গত ১০ মার্চ রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চুয়াডাঙ্গা রেলপাড়ার ঐতিহ্যবাহী গ্রীন ফুডের স্বত্বাধিকারী নাসির আহাদ জোয়ার্দ্দারের বড় মেয়ে নাফিজা সিদ্দিকা জোয়ার্দ্দার নির্মা। নির্মা ঘোরী হাসান জোয়ার্দ্দার, ফারুক আহম্মেদ জোয়ার্দ্দার ও তবিবুর রহমান বাবুর ভাতিজা।