চুয়াডাঙ্গা পৌর যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতসভা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর যুবদলের নবগঠিতত আহ্বায়ক কমিটির পরিচিতসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হ্যাজি। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন যুগ্মআহ্বায়ক সাইফুল ইসলাম জনি। সদস্য সচিব আজিজুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক মিলন আলী লিমন, সোলাইমান হক, বাচ্চু, লালন, আরাফাত আমির অপু, সদস্য স্কয়ার, লতিফ ফতো, সুমন ও মিলন রেজা। বক্তারা বলেন, পৌর যুবদলকে সুসংগঠিত করার লক্ষ্যে সকল প্রকার ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছে। সবাইকে সাথে নিয়ে কাধে কাধে মিলিয়ে কাজ করতে হবে। প্রতিটি ওয়ার্ড কমিটিতে ত্যাগী, নির্যাতিত কর্মীদের মূল্যায়ন করা হবে। নেতাকর্মীদের নিয়ে সম্মেলনের মাধ্যমে স্বচ্ছ ওয়ার্ড কমিটি গঠন করা হবে।
বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তার সুচিকিৎসার জন্য চুয়াডাঙ্গা পৌর যুবদল যা যা করণীয় তা করতে প্রস্তুত আছে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদস্য মামুন, লাল্টু, বকুল, শামিম, হান্নান, মনিরুজ্জামান মিন্টু, ফুরাদ আলী, আব্দুল মালেক, লিংকন, রিয়াদ, রাকিবুল হাসান রকি, হৃদয়, লিকু, মইদুল, তৌফিক ইসলাম বাপ্পী, সিরাজুল ইসলাম, স্বপন মিয়া, সাব্বির প্রমুখ।