স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন সুস্থ হয়ে রাজধানী ঢাকা থেকে নিজ কর্মস্থলে ফিরেছেন। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় জেলা পরিষদে পৌঁছুলে চেয়ারম্যান শেখ সামসুল আবেদীনকে জেলা পরিষদের কর্মকর্তা, জেলা পরিষদ সদস্যবৃন্দ ও কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জেলা পরিষদ চেয়ারম্যানের সহধর্মিণী কাওছার জাহান, প্রধান নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ ইয়া খান, জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম সাহান, মাফলুকাতুর রহমান সাজু, জহুরুল ইসলাম, মাহবুবুর রহমান মোল্লা, সিরাজুল ইসলাম, শফিকুল আলম নান্নু, মিতা খাতুন, হাছিনা খাতুন, প্রশাসনিক কর্মকর্তা রমজান আলী, প্রধান সহকারী ইসরাইল হোসেন, হিসাব রক্ষক আসলাম উদ্দিন ও সিএ জালাল উদ্দিনসহ জেলা পরিষদের কর্মচারীরা উপস্থিত ছিলেন। সুস্থ হয়ে চুয়াডাঙ্গায় ফিরে আসায় এবং তার জন্য দোয়া করায় জেলাবাসী সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন।
প্রসঙ্গত. জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন ভারতের দিল্লিতে হার্টের অপারেশন শেষে ঢাকায় নিজ বাড়িতে অবস্থান করছিলেন। সুস্থ হয়ে তিনি দীর্ঘদিন পর চুয়াডাঙ্গা ফিরলেন।