স্টাফ রিপোর্টার: ‘মুজিববর্ষের অঙ্গীকার, সুরক্ষিত ভোক্তা অধিকার’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের অফিসার্স ক্লাবে আলোচনাসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান। অতিথি ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, জেলা মৎস কর্মকর্তা মোশাররফ হোসেন, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আওলিয়ার রহমান, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপ-পরিচালক জামিল সিদ্দিক ও জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ। বক্তব্য রাখেন ক্যাবের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দার, আরটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি জহির রায়হান সোহাগ ও চুয়াডাঙ্গা আইডিইবি’র সাধারণ সম্পাদক কাজী রফিকুল ইসলাম। সভায় ভোক্তা অধিকার আইন সম্পর্কে সকলকে অবহিত করে বক্তারা বলেন, আমরা সবাই ভোক্তা। একজন ভোক্তা ও সচেতন মানুষ হিসেবে আমাদের সকলকে ভোক্তা অধিকার আইন সম্পর্কে জানা অবশ্যক। দামের অসঙ্গতি দেখলে বা কেউ আপনাকে বেশি দামে কোনো পণ্য বিক্রি করলে অবশ্যই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে জানাবেন। এছাড়া ভেজাল খাদ্য রোধে সকলকে এগিয়ে আসতে হবে।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় বিশ্বভোক্তা অধিকার দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বর থেকে একটি র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহম্মেদ ডন। এ সময় তিনি বলেন বর্তমানে আমরা প্রতিনিয়ত খাবারে বিষ মিশিয়ে মনের অজান্তেই আমাদের সন্তানদের খাওয়াচ্ছি। হয়ত ভাবছি অন্যরা খাচ্ছে খাক, আমার সন্তারা তো খাচ্ছে নাভ এছাড়াও ওজনে কম দিয়ে মানুষ ঠকাচ্ছি কিন্তু মনে রাখবেন ব্যবসা হচ্ছে সবচাইতে উত্তম, যদি সৎপথে থেকে ব্যাবসা পরিচালনা করতে পারেন। নিত্য প্রয়োজনীয় ওষুধ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। ভেজাল ওষুধে বাজার সয়লাভ হচ্ছে। এ ব্যাপারে সকল ব্যাবসায়ীগণের আন্তরিকতা কামনা করছি। সভায় বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ শেখ নুর মোহাম্মদ জকু, বণিক সমিতির সভাপতি হাজি মকবুল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারি, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা প্রমুখ।