কুষ্টিয়ায় করোনা সন্দেহে হোম কোয়ারেন্টাইনে ৬

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে ছয়জনকে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। গত শুক্রবার থেকে তাদের নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয় দক্ষিণ কোরিয়া থেকে দেশে আসা এক দম্পতিকে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত জেলায় ৬জনকে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচএম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। তবে গত শুক্রবার দক্ষিণ কোরিয়া ফেরত এক দম্পতিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ‘হোম কোয়ারেন্টাইনে’ রেখেছি। সেই সাথে রোববার আরও তিনজনকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ‘হোম কোয়ারেন্টাইনে’ রেখেছি। এ নিয়ে জেলায় ৬জনকে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় দুজন, মিরপুরে একজন রয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজন বিদেশ ফেরত ব্যক্তি করোনা সন্দেহ প্রকাশ করেছেন। আমরা তাদের তালিকা তৈরি করেছি। আজ সোমবার জানানো হবে। আমরা সাবক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।