আলমডাঙ্গা ব্যুরো/মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের জন্মদিন পালিত হয়েছে। আলমডাঙ্গা উপজেলা ও পৌর আ.লীগ এবং জেহালা ইউনিয়ন আ.লীগের আয়োজনে পৃথকভাবে জন্মদিন পালিত হয়।
আলমডাঙ্গা উপজেলা ও পৌর আ.লীগের উদ্যোগে চুয়াডাঙ্গা-১ আসদের সংসদ সদস্য সাবেক হুইপ জেলা আ.লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দার ছেলুন এমপির ৭৪ তম জন্মদিন পালন করেছে। গতকাল রোববার বিকেলে পৌর আ.লীগের আয়োজনে আ.লীগ কার্যালয়ে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়। এসময় তিনি বলেন, আজ তোমরা আমার জন্মদিন পালন করছো কিন্তু এ মাসেই আমি জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম, তখন জানতাম না আর কোনোদিন তোমাদের মাঝে ফিরে আসতে পারবো কি না। আমার ৮ জন সহকর্মী যুদ্ধের সময় আমার পাশ থেকে শহীদ হয়েছিলো। আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রেখেছেন হয়ত তোমাদের সেবা করার জন্য। আমি যতোদিন বেঁচে থাকবো ততদিন চুয়াডাঙ্গা আলমডাঙ্গাবাসীর সেবা করে যাবো। জন্মদিনের কেক কাটা শেষে আলোচনাসভায় আলমডাঙ্গা উপজেলা আ.লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সাংগাঠনিক সম্পাদক মাসুদ উজ জাামান লিটু বিশ্বাস, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী, সহ-সভাপতি আনিছুর মল্লিক, হামিদুল ইসলাম, পৌর আ.লীগের সভাপতি দেলোয়ার হোসেন, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ সালাউদ্দিন, সাবেক পৌর আ.লীগের সভাপতি আবু মুসা, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু। পৌর আ.লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মতিয়ার রহমান ফারুকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, পৌর আ.লীগের দফতর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, প্রচার সম্পাদক মিজানুর রহমান রিপন, সাংঠনিক সম্পাদক আবু মুসা, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মেহেদিজ্জামান, ওয়ার্ড আ.লীগের সভাপতি সম্পাদকের মধ্যে সোনাউল্লাহ, কামাল হোসেন, সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, খন্দকার মজিবুল ইসলাম, পরিমল কুমার ঘোষ কালু, কালিদাসপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি জয়নাল আবেদীন, বাড়াদি ইউনিয়ন আ.লীগের মকবুল হোসেন, জামাজামি ইউনিয়নের রিপন শাহ, ডা. ডেভিট মেম্বার, রবিউল, শরিফুল ইসলাম, মহিলা আ.লীগের সভাপতি সাহিদা ইসলাম, রাবেয়া খাতুন, মোমেনা খাতুন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহ, যুবলীগ নেতা সৈকত খান, ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান, আব্দুল্লাহ আল সাকিব, পলাশ আচার্য, রাজ কুমারসহ নেতাকর্মীবৃন্দ। পরে ছেলুন এমপি উপজেলা আ.লীগের সহ-সভাপতি ডাউকি ইউপি চেয়ারম্যান লুৎফর রমানকে দেখতে যান। লুৎফর রহমান দীর্ঘদিন অসুস্থ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
এদিকে, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেহালা ইউনিয়ন আ.লীগের আয়োজনে মুন্সিগঞ্জ পশুহাটস্থ’ দলীয় কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়। জেহালা ইউনিয়ন আ.লীগের উদ্যোগে মুন্সিগঞ্জ পশুহাটস্থ দলীয় কার্যালয়ে সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির ৭৪ তম জন্মদিন পালন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান লিটু বিশ্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুবাইত বিন আজাদ সুস্তির। জেহালা ইউনিয়ন আ.লীগের সভাপতি হাসানুজ্জামান হান্নান, সহ-সভাপতি আনছার আলী মাস্টার, সানোয়ার হোসেন, ফজলুল হক, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মাস্টার, যুগ্ম-সাধারণ সম্পাদক মহাতাব উদ্দিন লাভলু, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, মতিন মেম্বার, শাহিদুল হক, আলমগীর হোসেন বাবু, মিনাজ উদ্দিন, হাজি আবু তাহের, ইসলাম উদ্দিন, ইশতিয়াক হোসেন, মনসুর আলী, লিপন আলী, সিদ্দিক হোসেন, মিঠুন, আবুল কালাম আজাদ, হাফিজুর রহমান পয়সা, গোলাম রসুল, নিয়ামত আলী, কচিমদ্দিন, আলম, তরিকুল, আলিফ, মিনারুল, লাল্টু। ছাত্রনেতা রতন মিল্টন, শুভ, সেলিম, মিলন, ইমরান, রনি, মানিক, বাপ্পী প্রমুখ। এসময় উপস্থিত নেতাকর্মীরা সোলায়মান হক জোয়ার্দ্দান ছেলুন এমপির দীর্ঘায়ু কামনা করেন।