মহেশপুর প্রতিনিধি: আজ ১৫ মার্চ রোববার ঝিনাইদহের মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমানের মাতা গাজীরন নেছার ৫ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে পরিবার ও তার নামে প্রতিষ্ঠিত ফতেপুর গাজীরন নেছা নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মরহুমার পুত্র সাংবাদিক আব্দুর রহমান সকলের কাছে তার মায়ের জন্য দোয়া কামনা করেছেন। উল্লেখ্য ২০১৫ সালের এ দিনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।