স্টাফ রিপোর্টার: জাকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো খুলনা বিভাগের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চুয়াডাঙ্গা। গতকাল শনিবার বেলা ১১টার দিকে ক্যাম্পসে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। প্রধান অতিথি ছিলেন ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এসময় উপস্থিত ছিলেন উপাচার্য ড. মো. হযরত আলী, ট্রেজারার আবদুল মোত্তালিব, রেজিস্ট্রার ইমরোজ মুহাম্মদ সোয়েব, ডিডি ফিন্যান্স আব্দুল মজিদ বিশ্বাস, সহকারী রেজিস্ট্রার মো. নাফিউল ইসলাম জোয়ার্দ্দার শান্ত, স্ব স্ব বিভাগীয় প্রধান এবং প্রভাষকসহ কর্মকর্তা কর্মচারীগণ।
প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীরা যেন আদর্শ নিয়ে এগিয়ে যায় সে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে শিক্ষার্থীরা যাতে নিজেদের যোগ্য ও উপযুক্ত হিসেবে গড়ে উঠতে পারে।