স্টাফ রিপোর্টার: পূর্বশত্রুতার জের ধরে চুয়াডাঙ্গার দীননাথপুর গ্রামে ও সদর হাসপাতালে দু-দফা সংঘর্ষে দু’পক্ষের ৪জন আহত হয়েছেন। তাদের মধ্য একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও তিনজনকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় দীননাথপুর পোস্টঅফিসপাড়া ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত চারজন হলেন দীননাথপুর পোস্ট অফিসপাড়ার আনোয়ার হোসেন (৫৫) ও তার ছেলে সোহাগ (২৫) এবং একই এলাকার রুহুল আমিনের ছেলে জান মোহাম্মদ (৩৬) ও তার ভাই মন্টু (৩৩)। এদের মধ্যে মন্টু প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও বাকি তিনজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে কর্তব্যরত চিকিৎসক।
জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গা দীননাথপুর পোস্ট অফিসপাড়ায় একটি সালিস চলাকালীন দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হন কয়েকজন। পরে রাত ৮টার পর চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে আবারও সংঘর্ষ বাধে। সংঘর্ষে রক্তাক্ত জখম হন আনোয়ার হোসেন, সোহাগ, জান মোহাম্মদ ও মন্টু। এদের মধ্য মন্টু প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও বাকি তিনজনের প্রত্যেকের মাথায় বেশ কয়েকটি করে সেলাই দেয়া হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই হাসপাতালে ভর্তি করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনজনই হাসপাতালে ভর্তি আছেন।