পাকিস্তান সফরে যাওয়ার সুযোগ কম : পাপন

স্টাফ রিপোর্টার: আগামী মাসের শুরুতেই পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু সাম্প্রতি করোনাভাইরাস বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ায় টাইগারদের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এ ব্যাপারে গতকাল শনিবার গুলশানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, এখন পর্যন্ত যা দেখছি চতুর্দিকে অবশ্যই অনিশ্চয়তা তো আছেই। আমরা অপেক্ষা করছি। কাল পরশুর মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত সিরিজের ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এখনও প্রক্রিয়াধীন আছে। আমার মনে হয় দু-একদিনের মধ্যেই আমরা নিশ্চিত করে বলতে পারবো। তবে সব জায়গায় ভ্রমণে যেভাবে বিধিনিষেধ দেয়া হচ্ছে, তাতে পাকিস্তান সফরের সুযোগ কমই মনে হচ্ছে। করোনাভাইরাসের কারণে পাকিস্তানের পরিবর্তে ভিন্ন কোনো ভেন্যুতে সিরিজটি আয়োজনের সুযোগ আছে কি? এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, সেই সুযোগ নেই। তবে সফরটি অন্য কোনো সময় হতে পারে। গত দুই মাসে দুইবার পাকিস্তান সফরে গিয়ে তিনটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে ম্যাচ খেলে বাংলাদেশ দল। আগামী ৩ এপ্রিল করাচিতে একটি ওয়ানডে খেলার কথা বাংলাদেশের। আর ৫-৯ এপ্রিল করাচিতেই হবে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট।