জীবননগর ব্যুরোঃ জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দু’জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে চুয়াডাঙ্গা সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের রফিকুল ইসলামের ছেলে আলামিন (১৯) ও সুলতানপুর গ্রামের মৃত মমিনুল হকের ছেলে হাসান (১৮)
পুলিশ জানায়, জীবননগর থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে জীবননগর বাসস্ট্যান্ডে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় তারা ৫০ বোতল ফেনসিডিলসহ আলামিন ও হাসানকে গ্রেফতার করেন।