চুয়াডাঙ্গার সরোজগঞ্জে দু’দিনব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জিয়াউর রহমান জিয়া: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ তেতুল শেখ কলেজের দু’দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা চালকল মালিক সমিতির সভাপতি, সরোজগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সভাপতি, ছাদেমান নেছা মাধ্যমিক বিদ্যালয় ও তেতুল শেখ কলেজের প্রতিষ্ঠাতা হাজি আব্দুল্লা শেখ। অতিথি ছিলেন ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আলি আহম্মেদ হাসানুজ্জামান মানিক, তেতুল শেখ কলেজের প্রতিষ্ঠাকালীন সদস্য জালাল উদ্দিন মহর, শঙ্করচন্দ্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শওকত আলী, অধ্যক্ষ গোলাম কিবরিয়া, ছাদেমান নেছা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য সেলিম রেজা, প্রভাষক শাহারিয়ার ইসলাম, খাইরুল ইসলাম, আবুজার হোসেন, জাহিদুল ইসলাম, ফারুক আহম্মেদ, রেজাউল করিম, আবুশামা, তাছলিমা পারভীন, আরিফ হোসেন, সুরুজ আলম, হারুনুর রশীদ, রাকিবুল হাসান, মোস্তফা শওকত ইমরান, ফারহানা পারভীন, মনিরা পারভীন, সাইফুল ইসলাম, জহুর রায়হান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক রমিজ রায়হান। আগামী ১৭ মার্চ সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।