মেহেরপুরে কবুতর ওড়ানো প্রতিযোগিতা সম্পন্ন

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর হাই ফ্লাইয়ার পিজিয়ন ফ্যান ক্লাবের উদ্যোগে ৯০দিন শীতকালীন কবুতর ওড়ানো প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে পৌর কমিউনিটি সেন্টারে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা হাই ফ্লাইয়ার পিজিয়ন ফ্যান ক্লাবের সভাপতি ও পৌর কাউন্সিলর শাকিল ইভান রাব্বি। প্রধান অতিথি ছিলেন খুলনা পুলিশ সুপার (পিটিসি) ইমামুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, কেন্দ্রীয় হাই ফ্লাইয়ার পিজিয়ন ফ্যান ক্লাবের উপদেষ্টা ওস্তাদ হুমায়ন কবির, সহসভাপতি নাজমুস সাদাত সিদ্দীকী, খুলনা চয়ন সিটি ক্লাবের উপদেষ্টা আলতাব হোসেন, কুমিল্লার সভাপতি নুর এ আলম, চট্টগ্রামের সভাপতি খোরশেদ আলম প্রমূখ। মেহেরপুরে ৯০দিন শীতকালীন কবুতর ওড়ানো প্রতিযোগিতায় ৮জনকে পুরস্কৃত করা হয়। ১০ ঘণ্টা ৫০ মিনিট কবুতর উড়িয়ে প্রথম হয়েছেন জিহাদ হোসেন। ৯ ঘণ্টা ৫৮মিনিট উড়িয়ে ২য় হয়েছেন আসফাক আযম। ৭ ঘণ্টা ৫০ মিনিট উড়িয়ে ৩য় হয়েছেন কাউন্সিলর সৈয়দ মুঞ্জুরুল কবির রিপন। এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম, ফরিদপুর, খুলনা, কুষ্টিয়ার বরিশালসহ দেশের বিভিন্ন জেলার কবুতরপ্রেমীরা উপস্থিত ছিলেন।