দামুড়হুদা অফিস: দামুড়হুদার নতিপোতায় নৌকার প্রাথীর পক্ষে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নতিপোতা মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জুলফিকার আলী ভুট্টুর সভাপ্রতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সাবেক প্রশাসক ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল আলম রান্টু। এ সময় নতিপোতা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় নৌকার প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। প্রধান অতিথি মাহফুজুর রহমান মঞ্জু তার বক্তব্যে বলেন, আপনারা দলমত নির্বিশেষে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করবেন এবং অবাদ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মাননীয় শেখ হাসিনার প্রতীক নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করবেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন মাস্টার।