দামুড়হুদার চন্দ্রবাসে সিপিএল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার নাটুদহ ইউনিয়নের চন্দ্রবাসে সিপিএল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৬টার দিকে চন্দ্রবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ খেলার আয়োজন করা হয়। ইউপি প্যানেল চেয়ারম্যান মো. কলিম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদল¬াহ বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হালিম বিশ্বাস, মোশারফ তরফদার, খলিলুর রহমান, মুনসুর আলী, সাবেক চেয়ারম্যান ফজলুল হক, ইউপি সদস্য সহিদুল ইসলাম হকা, সমাজসেবক বিপ্লব, শহিদুল মোল¬া, শেখ সাদি, বায়েজিদ, খোকন বিশ্বাস, হালিম, ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসানুজ্জামান পিন্টু প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন যুবলীগ নেতা হাসানুজ্জামান পিন্টু। এর আগে খেলায় চন্দ্রবাস বন্ধু একাদশ পরাজিত করে চন্দ্রবাস পার্টনারশিপ একাদশকে। নির্ধারিত ১৩ ওভারের খেলায় টসে জয়লাভ করে পার্টনারশিপ একাদশ ব্যাট করতে নেমে ১২৬ রান করে। পরে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বন্ধু একাদশ ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। ফলে ৮ উইকেটে জয়লাভ করেন। খেলা পরিচালনা করেন দেবাশিষ ও লাভলু। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন খোকন। খেলায় ধারাভাষ্যকার ছিলেন ইকবাল হোসেন।