দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদার উজিরপুর খলিফাপাড়ায় জনবসতি এলাকায় গড়ে তোলা হয়েছে সারগর্ত। সারগর্তের নোংরা-পঁচা পানির দুর্গন্ধে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তার কোল ঘেষে গড়ে তোলা ওই সারগর্তে পড়ে আহত হয়েছে কয়েকজন। গৃহপালিত পশু পাখি প্রায় পড়ে আহত হয়। সারগর্তের পাশেই রয়েছে চায়ের দোকান। ওই নোংরা পঁচা পানির দুর্গন্ধে দোকানে কেউ বসতে পারে না। পথচারীদের নাক চেপে চলাফেরা করতে হয়। ভুক্তভোগী মহল্লাবাসী জমির মালিক নজরুল মল্লিককে দয়েক দফা গর্তটি ভরাট করার কথা বললেও তিনি তাতে কান দেননি। জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ ওই নোংরা-পঁচা পানির দুর্গন্ধ থেকে রেহায় পেতে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী মহল্লাবাসী।
সরেজমিন দেখা যায়, দামুড়হুদা সদর ইউনিয়নের উজিরপুর খলিফাপাড়ায় রাস্তার কোল ঘেষে রয়েছে সারগর্ত। সারগর্তের পচা পানি দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে। মহল্লাবাসীরা জানান, এ বিষয়ে কয়েকদিন আগে ইউনিয়ন পরিষদ থেকে মাইকিং করা হয়। তারপরও জমির মালিক বিষয়টি আমলে নেননি। আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ চাই। এলাকাবাসী জানান, উজিরপুর গ্রামের বেশকেয়কটি স্থানে রাস্তার ধারে সারগর্ত তৈরী করা হয়েছে। বৃষ্টির পানিতে সারগর্তে ময়লা-আবর্জনা রাস্তায় উঠে পড়ে। ফলে ওই পথ দিয়ে মহল্লার মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে যেতে পারেন না। এছাড়া একই মহল্লার আজিজুল খলিফা রোডের ওপর হ্রদ তৈরী করায় রাস্তাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে অভিযুক্ত নজরুল মল্লিক জানান, তিনি একজন চাষি মানুষ। চাষাবাদ করতে সারগর্ত লাগবে। তেমন জায়গা না থাকায় সারগর্তটি আপাতত সরানো সম্ভব না বলেও জানান তিনি।