ডিবি পুলিশ পরিচয় দেয়া বিষ্ণুপুরের সোহেল আটক

দামুড়হুদার ইব্রাহিমপুর মেহেরুননেছা পার্কে কয়েকজন যুবককে জিম্মি

দামুড়হুদা অফিস: দামুড়হুদার ইব্রাহিমপুর মেহেরুননেছা শিশু পার্কে ডিবি পুলিশ পরিচয় দিয়ে জিম্মি করে জনমনে আতঙ্ক সৃষ্টির সময় এক যুবককে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ৫টার দিকে তাকে আটক করেন দামুড়হুদা মডেল থানার অন্তগত বিষ্ণুপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মনিরুল ইসলাম। আটককৃত ডিবি পুলিশ পরিচয় দানকারী সোহেল (২৪) দামুড়হুদা উপজেলার বিষ্ণপুর গ্রামের উত্তরপাড়ার বকুল হোসেনের ছেলে। গত বৃহস্পতিবার রাতেই ডিবি পুলিশ পরিচয় দানকারী সোহেলসহ আরও দুজনকে পলাতক দেখিয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের হয়।
মামলার বাদী এসআই রাম প্রসাদ সরকার জানান, গত বৃহস্পতিবার দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর মেহেরুননেছা শিশু পার্কে বেড়াতে আসা কয়েকজন যুবককে ডিবি পুলিশ পরিচয়ে জিম্মি করে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করে সোহেলসহ আরও কয়েকজন। এসময় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক গোপনসূত্রে বিষয়টি জানতে পেরে বিষ্ণুপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জকে অবগত করলে ফাঁড়ি ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করেন। এসময় তার পকেটে থাকা একটি ভুয়া ডিবি পুলিশের পরিচয়পত্র উদ্ধার করে থানায় নেয়া হয়। পরে রাত ১১টার দিকে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দানকারী সোহেলসহ এ চক্রের আরও দুজনকে পলাতক আসামি করে একটি মামলা দায়ের করা হয়। গতকাল শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।