কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরবাজার এলাকায় কোনো মার্কেটের নিজস্ব যানবাহন পার্র্কিং ব্যবস্থা নেই । ফলে ব্যবসায়ী ক্রেতারা মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রাস্তায় গাড়ী পার্কিং করে রাখে। এতে গুরুত্বপূর্ণ এই সড়ক ক্রমেই সংকুচিত হয়ে আসছে। এছাড়া ফুটপাত ব্যবসায়ীদের দখল থাকার কারণে পথচারীরা পায়ে হেটে ফুটপাত দিয়ে চলাচল করতে পারে না। চলাচল করে থাকেন সড়ক দিয়ে। এ কারণে যানবাহন দ্রুত চলাচল করতে পারে না। শহরে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকে। প্রতিনিয়তই সৃষ্টি হয় যানজট। কালীগঞ্জ সড়ক জনপথ বিভাগ কর্র্তৃক ২০১৯ সালে ৬ কোটি টাকা ব্যয়ে কালীগঞ্জ-আড়পাড়া সড়ক নির্মাণ কাজ করা হয়। পৌরসভা কর্তৃক শহরের অবৈধ দখলমুক্ত করে শহরের হাসপাতাল সড়ক, নলডাংগা সড়ক, কোলাবাজার সড়ক, মধুগঞ্জবাজার সড়ক সংস্কার করা হয়। তৈরী করা হয় ড্রেন ও আধুনিক ফুটপাত। ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলার পৌর বাজারের সবগুলো মার্কেটের ভবন ও দোকানপাটগুলো রাস্তার ফুটপাঠ ঘেঁষে থাকায় ওই এলাকায় রাস্তা প্রশস্ত করা সম্ভব হয়নি। এমনকি মাকের্ট তৈরী করার সময় পার্কিং ব্যবস্থা রাখা হয়নি। ফলে ক্রেতা-বিক্রেতা সড়কে ওপর গাড়ী রেখে দেয়। এতে প্রতিনিয়ত যানজট লেগে থাকেই। হাসপাতাল সড়কে পথচারী সুবাস দাস বলেন, প্রতিদিন এ সড়কে ঘন্টার পর ঘণ্টা যানজটে পড়তে হয়। চরম দুর্ভোগে পড়তে হয় হাসপাতালগামী রোগী, স্কুল-কলেজের শিক্ষার্থীদের। কালীগঞ্জ পৌর এলাকার মুনছুর প্লাজা, রাহমানিয়া মার্কেট, এস আলী মার্কেট, রাফা প্লাজা, ছন্দা মার্কেট, মধুগঞ্জবাজার মার্কেটসহ অসংখ্যক মার্কেটে নেই পার্কিং ব্যবস্থা। এ ব্যাপারে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম বলেন, কিছু কিছু ভবন মালিক নির্মাণের আগে অনুমোদন নিলেও পরে দেখা গেছে তার উল্টো। এ অবস্থায় নির্মিত ভবনগুলোতে ছোটবড় দুর্ঘটনা ঘটছে। পৌরসভা থেকে ভবন মালিকগুলোকে চিঠি দেয়া হয়েছে।