জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আয়োজিত সভায় সভাপতিত্বে করেন জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন। সভায় জীবননগর উপজেলা যুবদলের ১নং যুগ্মআহ্বায়ক আলতাফ উদ্দিন, যুগ্মআহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান রানা ও যুগ্মআহ্বায়ক সরোয়ার হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জীবননগর উপজেলা যুবদলের কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দলীয় সভানেত্রী বেগম খালেদা জিয়াকে জেলমুক্তকরণে কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফলসহ আগামী ১৬ মার্চ সোমবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক শিল্পপতি মাহমুদ হাসান খান বাবুর আন্দুলবাড়িয়াস্থ বাসভবনে জীবননগর উপজেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতিসভা আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।