আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গা জেলা ভোকেশনাল শিক্ষক সমিতির আয়োজনে অপ্রতিরোধ্য বাংলাদেশ গড়ায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার ২০২০ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির কেন্দ্রী নির্বাহী কমিটির সমাজ কল্যাণ সম্পাদক আবু তালেব। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী। এসময় তিনি বলেন, সরকারি ও বেসরকারি খাতে কারিগরি শিক্ষার যথেষ্ট সম্প্রসারণ হয়েছে। বর্তমানে সারা দেশে ৮ হাজার ৬৭৫টি কারগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ লাখের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে এ স্তরে শিক্ষার্থী বাড়ছে। সরকার ২০২০ সালে মধ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার হার ২০ শতাংশ (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মোট শিক্ষার্থীর মধ্যে) এবং ২০৩০ সালের মধ্যে এ হার ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। বর্তমানে এ হার প্রায় ১৬ শতাংশ। কারিগরি প্রতিষ্ঠানগুলোর মধ্যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। এছাড়া বিএম, ভোকেশনাল, কৃষি ডিপ্লোমা রয়েছে। এখন দেখা যাচ্ছে, যারা এসব কোর্স করছে, তাদের সহজেই কর্মসংস্থান হচ্ছে। প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে ফারাক থাকলেও তাদের বেকার থাকতে হচ্ছে না। আর এ জন্যই সরকার হাতে নিয়েছে বহুমুখী কারিগরি শিক্ষা। কারণ বৃত্তিমূলক শিক্ষায় ছেলে-মেয়েদের অংশগ্রহণ বাড়াতে পারলে গ্রামীণ অর্থনীতি ও কৃষিসহায়ক শিল্পখাতে বিরাট পরিবর্তন আসবে। শিল্পে ছেলে-মেয়েদের অংশগ্রহণ বাড়াতে হলে কারিগরি শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব প্রয়োজন বলেই মনে করে সরকার।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির কেন্দ্রী নির্বাহী কমিটির সভাপতি শিকদার আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির কেন্দ্রী নির্বাহী কমিটির সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার ইমরুল হক, চুয়াডাঙ্গা আইডি ইবি সম্পাদক কাজী রফিকুল হক, আলমডাঙ্গা প্রাইম পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রভাষক ইদ্রিস খান, আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদরাসার সুপার সিরাজুল ইসলাম, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির কেন্দ্রী নির্বাহী কমিটির চুয়াডাঙ্গা জেলার সভাপতি আব্দুল আজিজ, বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির কেন্দ্রী নির্বাহী কমিটির সদস্য হারুন অর রশিদ। জেলা ভোকেশনাল শিক্ষক সমিতির সম্পাদক শামীম উদ্দিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল মামুন পিকু, শিক্ষক সমিতির নেতা রহিদুল ইসলাম, রাশেদুল ইসলাম, গিয়াস উদ্দিন, বেলাল হুসাইন, মেজবাউজ্জামান, আসাদুল হক, ওমর ফারুক, নাজমুল হক, শফিকুর রহমান, শফিকুর রাজু, আব্দুল হকম, আসাদুল ইসলাম ,মিনারুল ইসলাম, রাসেল রানা, ইয়ামিন মোল্লা, হাবিবুর রহমান, মোস্তাফিজুর রহমান, মহাসিন কামাল, শিক্ষক মজনুর রহমান প্রমুখ।