চুয়াডাঙ্গা ভুলটিয়ায় ব্রিজের নিকট পুকুর খননের প্রতিবাদসভা অনুষ্ঠিত

??

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা ভুলটিয়া কুলবিলা মাঠের ব্রিজের নিকট পুকুর খননের প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। এলাকার কৃষকরা গতকাল শুক্রবার বিকেলে কালুপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রতিবাদসভার আয়োজন করে। অনুষ্ঠানে বক্তব্যকালে তিতুদহ ইউপি চেয়ারম্যান আকতার হোসেন বলেন, বিগত সময় যে সমস্ত পুকুর হয়েছে সেটা ব্যতীত নতুন করে আর পুকুর খনন করতে দেয়া হবে না। যদি নতুন করে পুকুর খনন করে তাহলে তিন চারটি গ্রামের মাঠের ফসল তলিয়ে যাবার সম্ভবনা রয়েছে। এছাড়া সরকার ঘোষিত ২ ফসলের জমিতে পুকুর খনন করা নিষেধ রয়েছে। এ ব্যাপারে প্রশাসনের সু-দৃষ্টি দেয়া প্রয়োজন। তাছাড়া ব্রিজের নিকট হওয়ায় বাহির না হতে পারাই মাঠের পানি জলবদ্ধতা সৃষ্টি হতে পারে, ঘটতে পারে ফসলের ব্যাপক ক্ষতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিতুদহ ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন, খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও চুয়াডাঙ্গা সদর উপজেলা আ.লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, তিতুদহ ইউনিয়ন আ.লীগের সাবেক যুগ্ম-সম্পাদক আব্দুল মতিন, আমির হোসেন মালিতা, রুস্তন ম-ল, গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান পলাশ, সাধারণ সম্পাদক চাঁন, শহিদুল ইসলাম, বরকত আলী, শাহাজান আলী, শহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য লিটু প্রমুখ। অত্র বিষয়টি সুষ্ঠু তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করেছেন এলাকাবাসী।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা সদরের ভুলটিয়া কুলবিলা মাঠের ব্রিজের নিকট ভুলটিয়া গ্রামের মৃত একিম মালিতার ছেলে সাইদুর রহমান বিগত সময় পুকুর খননের চেষ্টাকালে এলাকার কৃষকরা বাধা প্রদান করেন। সেই থেকে ৩ মাস যাবদ খনন কাজ বন্ধ থাকে। পুনরায় আবার পুকুর খনন কাজ শুরু করার চেষ্টা করায় এ প্রতিবাদসভার আয়োজন করা হয়।