আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার গাংনী ইউনিয়ন আ.লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩ টার দিকে গাংনী ইউনিয়নের আসমানখালী বাজারে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য রকিবুল হাসান। প্রধান অতিথি ছিলেন গাংনী ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক মুন্সী এমদাদুল হক, আব্দুল খালেক, মুন্সি মজিবুল হক, ডাক্তার জয়নাল আবেদীন, এমদাদুল হক ওদুদ, ইউপি সদস্য সেলিম রেজা সেন্টু, কলিম উদ্দিন, মাসুম আলী, মুজিবুল হক, লিমন হোসেন রাজা, কুতুবউদ্দিন, নিজাম উদ্দিন, জাফর আলী, আবু সাঈদ আব্দুল্লাহ ওমর মিটন, সাবেক ইউপি সদস্য নুর ইসলাম, আমিন উদ্দিন, শামসুজ্জামান শামু, কামরুজ্জামান রিপন, মিলন বিশ্বাস, জাহিদুল ইসলাম, নজরুল ইসলাম, জহুরুল ইসলাম, নাজিরুল ইসলাম, নাসির উদ্দিন, দেলোয়ার হোসেন, আসাবুল হক, হাসানুজ্জামান কালু, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সৌমিক হাসান পৃন্সি, মফিজ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি রোকনুজ্জামান টোকন।