কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া শহরে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে দক্ষিণ কোরিয়া ফেরত প্রবাসীসহ তার স্ত্রীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। গতকাল শুক্রবার সকাল থেকেই তাদের বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা গেছে। গত সোমবার (২রা মার্চ) দক্ষিণ কোরিয়া থেকে দেশে ফেরেন তারা।
জেলা সিভিল সার্জন কার্যালয় করোনা নিয়ন্ত্রণ সেলের দায়িত্বরত মেডিকেল অফিসার রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, করোনা নিয়ন্ত্রণ সেলে তারা নিজেরাই ফোন করে বিষয়টি জানিয়েছেন। আমরা সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। তাদের শরীর পরীক্ষা করার মতো নির্দেশনা এখনও আমাদের কাছে আসেনি। তবে তাদের শরীর পরীক্ষা করলে করোনা ভাইরাসের নমুনা আছে কি না জানা যাবে।
এখন ওই যুবক সুস্থ থাকলেও তার স্ত্রীর কাশি রয়েছে। কিভাবে চিকিৎসা দেয়া হচ্ছে এমন প্রশ্নে এই চিকিৎসক জানান, তাদের কাছে যাওয়া হয়নি। তবে তারা যেনো ওই কক্ষে থাকেন সেটা নিশ্চিত করতে বলা হয়েছে। খাবারও যেনো দূর থেকে দেয়া হয়। যেহেতু তারা দুইজনই সুস্থ সেহেতু তাদের সেবা দেবার জন্য ঘরে থাকায় যথেষ্ট।