কালীগঞ্জে নিখোঁজ কিশোরী নববধূর অর্ধগলিত লাশ উদ্ধার

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নিখোঁজের ১৭দিন পর এক কিশোরী গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে মনে করছে পুলিশ। ওই কিশোরী নববধূর নাম কেয়া খাতুন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার দাদপুর গ্রামের একটি কলাক্ষেত থেকে তার লাশটি উদ্ধার করা হয়। সে উপজেলার ত্রিলোচনপুর গ্রামের আবদুস সামাদের মেয়ে ও বালিয়াডাঙ্গা দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিলো। নিহতের বাবা সামাউল ম-ল জামা-কাপড় ও পায়ের স্যান্ডেল দেখে লাশ শনাক্ত করেন।
নিহত ছাত্রীর দাদা মোশারফ ম-ল জানান, প্রায় চার মাস আগে উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মনছুর মালিথার ছেলে সাবজেল হোসেনের সাথে বিয়ে হয় কেয়ার। মার্চ মাসের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে তাকে তুলে দেয়ার কথা ছিলো। কিন্তু গত ২৬ ফেব্রুয়ারি ৯০ হাজার টাকা নিয়ে কেয়া বাড়ি থেকে চলে যায়। সেদিন থেকে সে নিখোঁজ ছিলো। তিনি অভিযোগ করেন, কেয়াকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সাথে ত্রিলোচনপুর গ্রামের আজগর আলীর ছেলে আজিম ও সলেমানের ছেলে মিলন জড়িত। জিডির পর পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশসূত্রে জানা গেছে, প্রায় চার মাস আগে উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মনছুর মালিথার ছেলে সাবজেল হোসেনের সাথে বিয়ে হয় কেয়ার। বিয়ের পর থেকে তিনি বাবার বাড়িতেই ছিলেন। গত ২৬ ফেব্রুয়ারি রাতে বাড়ি থেকে নিখোঁজ হন কেয়া। তারপর থেকে তার কোনো খবর পাওয়া যাচ্ছিলো না। নিখোঁজের ঘটনায় গত ১ মার্চ কালীগঞ্জ থানায় একটি জিডি করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, কলাক্ষেতে অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালেরমর্গে পাঠায়। স্বজনেরা কেয়ার লাশ শনাক্ত করেছে। কী কারণে ও কীভাবে তাকে হত্যা করা হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া বলেন, ওই মাদরাসাছাত্রী নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়। জিডির পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আজিম নামে একজনকে থানায় নিয়ে আসে। পরে অভিযুক্ত পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়। এ বিষয়ে তদন্ত চলছে।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজীম আনার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সানা পরিদর্শন করেছেন।