কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মিশন পল্লীতে ফাল্গুন উপলক্ষে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মিশন পল্লীতে স্থানীয় আলোর পথ ক্লাবের উদ্যোগে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। পাড়ার প্রত্যেক পরিবার এই উৎসবে অংশগ্রহণ করে। চিতই, তিলের পুলি, নারকেল পুলি, পাটি সাপ্টা, সিরিন্স পিঠা, দুধ চিতই, পরটা, লুচি, পাকান, তাঁরা পিঠা, কলার পিঠা, সবজি পিঠাসহ নানান পিঠা এই উৎসবে পরিবেশন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিস্টার দিপালী, সিস্টার সন্ধ্যা, ক্লাবের সভাপতি সন্তোষ নওদা, ঝড়ু ম-ল, সোনাতন ম-ল, প্রান্তস ম-ল, সাগর ম-ল, বগা ম-ল, ইয়োব ম-ল, সবুদান ম-ল, আদুরি সরকার, পাখী ম-লসহ এলাকার নারী-পুরুষ, যুবক-যুবতী প্রমুখ। সমগ্র অনুষ্ঠনটির সহযোগিতায় ছিলেন টুইংকেল ম-ল।