মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা সমাজসেবা অধিদফতরের উদ্যোগে ক্যান্সার, কিডনী এবং লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ২০১৯-২০২০ অর্থবছরের ক্যান্সার কিডনি আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক আতাউল গণি উপস্থিত থেকে ৫২ রোগীর মধ্যে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২৬ লাখ টাকার চেক বিতরণ করেন। এ সময় জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী সেখানে উপস্থিত ছিলেন।