মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা হিজুলী গ্রামে শাবু খাওয়ানোর সময় গলায় সাবু আটকিয়ে লামিসা নামের ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে। লামিসা হিজুলী গ্রামের পলাশ বিশ্বাসের মেয়ে।
জানা গেছে, লামিসার মা প্রতিদিনের ন্যায় গতকাল দুপুরে সাবু খাওয়াচ্ছিলেন। এ সময় তার গলায় সাবু আটকিয়ে যায়। লামিসাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে পলাশ বিশ্বাসের একমাত্র মেয়ের আকস্মিক মৃত্যুতে হিজুলী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল বাদ আসর তার জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।