দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদায় শেখ ও নিউ শেখ নামক দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহি উদ্দিন ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে লাইসেন্স না থাকা এবং অবৈধভাবে কাঠ পোড়ানোর কারণে ইট প্রস্তুত ও ভাটাস্থাপনা আইন-২০১৩ এর ৪ ও ৬ ধারা ভঙ্গের দায়ে ১৪ ও ১৫ ধারা মোতাবেক দামুড়হুদার জয়রামপুর শেখপাড়াস্থ শেখ ইটভাটার মালিক আবুল কাশেম বকুলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অপরাধের কারণে কাঁঠালতলাস্থ নিউ শেখ ইটভাটার মালিক আবুল হাশেমকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা উভয় মালিকই নগদে পরিশোধ করেন।
এদিকে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় দামুড়হুদা বাসস্ট্যান্ড চত্বরে যত্রতত্রভাবে ইজিবাইক পার্কিং ও ইউনিয়ন পরিষদ কতৃক নিবন্ধন না থাকার অপরাধে দ-বিধি ১৮৬০ সালের ১৮৮ ও ২৯০ ধারায় দোষী সাব্যস্ত করে তিনজন ইজিবাইক চালককে ২শ টাকা করে মোট ৬শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন বলেছেন, দামুড়হুদায় যে সমস্ত ইটভাটায় অবৈধভাবে কাঠ পোড়ানো হয় এবং যাদের লাইসেন্স নেই তাদের প্রত্যেকের আইনের আওতায় নেয়া হবে। কোনোভাবেই আর কাঠ পোড়াতে দেয়া হবে না। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন দামুড়হুদা উপজেলা পাট কর্মকর্তা রিয়াজুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার এসআই তপন কুমার বাকচী, উপজেলা নির্বাহী অফিসারের সার্টিফিকেট সহকারী জিহন আলী ও অফিস সহায়ক রফিকুল ইসলাম।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক মাথাভাঙ্গায় অবৈধ ইটভাটা নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরপরই নড়েচড়ে বসে প্রশাসন।