দামুড়হুদা অফিস: আসন্ন দামুড়হুদার নতিপোতা ও নাটুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় থানা পুলিশ মহড়া ও মতবিনিময়সভা করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত নির্বাচনী এলাকায় দামুড়হুদা মডেল থানা পুলিশ গাড়িবহর নিয়ে বিশেষ মহড়া দেন ও নির্বাচনী এলাকার জনগণের সাথে মতবিনিময় করেন। দামুড়হুদা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি আব্দুল খালেকের নেতৃত্বে নির্বাচনী এলাকায় মহড়ায় ছিলেন দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই রফিকুল ইসলাম, এসআই তপন কুমার নন্দী, এসআই তৌকির, এএসআই বিল্লাল, লিয়াকত, সাঈদ প্রমুখ। এসময় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল খালেক নির্বাচনী এলাকার জনগণের উদ্দেশে বলেন, আপনারা নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন হয় এমন কোনো কর্মকা- সংঘটিত করবেন না। নির্বাচনী এলাকার আইনশৃংখলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে সে লক্ষ্যে সচেতন হবেন। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। প্রয়োজন হলে নির্বাচনী এলাকায় পুলিশ ফোর্স বাড়ানো হবে। তিনি আরও বলেন, এ নির্বাচন নিয়ে যদি কেউ জল ঘোলা করতে চান এখনি সাবধান হয়ে যান। আমাদের কাছে যদি এমন কোনো সংবাদ আসে তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।