দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদার নাটুদহ ইউপি নির্বাচনে বিএনপির দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিএনপির দলীয় প্রার্থী আমির হোসেন মাস্টারের জগন্নাথপুরস্থ নিজ বাসভবনে এ কর্মীসভার আয়োজন করা হয়। বিএনপি নেতা সামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা, মজিবুল হক মালিক মজু, দামুড়হুদা থানা বিএনপির সাবেক সভাপতি খাজা আবুল হাসনাত, সাবেক সভাপতি নতিপোতা ইউপি নির্বাচনে বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মনির, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী ও কামরুজ্জামান টুনু। উপস্থিত ছিলেন বিএনপি নেতা শহিদুল ইসলাম পল্টু, মাসুদ রানা, মাসুদ মাস্টার, কদর আলী, আজাদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, দাউদ মেম্বার, যুবদল নেতা আনিছুজ্জামান আনিস, কুতুব উদ্দীন, ঈমান আলী, রমজান আলী, টিটন। সভায় বিএনপির দলীয় মনোনতি ধানের শীষ প্রতীকের প্রার্থী আমির হোসেন মাস্টারকে বিজয়ী করার লক্ষ্যে বিএনপি নেতা উসমান গনিকে আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয় এবং দলীয় প্রার্থী আমির হোসেন মাস্টারকে বিজয়ী করতে ইউনিয়নের সকল পর্যায়ের নেতাকর্মীকে একজোট হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে দলীয়ভাবে নির্দেশ প্রদান করা হয়।