কুড়–লগাছি প্রতিনিধি: দর্শনা পৌরসভার একমাত্র বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয়ে মিড-ডে চালু ও আলোচনাসভা
অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দর্শনা সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দর্শনা পৌরসভার প্যানেল মেয়র সুমন মিয়া, কমিশনার রেজাউল করিম, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন, দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাসমত আলী, কার্পাসডাঙ্গা কলেজের প্রভাষক গিয়াস উদ্দীন, দর্শনা কেরু এন্ড কোম্পানীর সিবিএ নেতা সাবেক সাধারণ সম্পাদক শহিদুর রহমান, ৬নং ওয়ার্ড আ.লীগের সভাপতি সলেমান, শিক্ষানুরাগী মোমেনুল ইসলাম, সুমন আলী, স্কুলের সহ-সভাপতি কাদের মিয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা পারভীন সুলতানা। আলোচনা শেষে ১শ’ ৭০ ছাত্র-ছাত্রীদের মাঝে মিড-ডে মিল দেয়া হয়।