জীবননগর ব্যুরো: জীবননগর পৌরসভার ৯নং ওয়ার্ডে রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নতুন তেতুলিয়ায় এ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়ার জাহাঙ্গীর আলম। পৌরসভার ৯নং ওয়ার্ড নতুন তেতুলিয়ায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনকালে প্রেসক্লাব সাধারণ সম্পাদক এমআর বাবু, সংশ্লিষ্ট পৌর ওয়ার্ড কাউন্সিলর আফতাফ উদ্দিন, কার্যসহকারী হাবিবুর রহমান, রেজাউল ইসলাম ও আব্দুস সালেক উপস্থিত ছিলেন। ৯নং ওয়ার্ডের নতুন তেতুলিয়া, পুরাতন তেতুলিয়া ও চোরপোতা তেতুলিয়া গ্রামে ৫ লাখ ৭৬ হাজার টাকা ব্যয়ে ২২টি নতুন রাস্তা নির্মাণ ও ৪টি রাস্তা মেরামত করা হচ্ছে। ঠিকাদারী প্রতিষ্ঠান মুন্সী ট্রেডার্স এ কাজ বাস্তবায়ন করছে বলে জানা গেছে।