জীবননগর ব্যুরো: জীবননগরে দৌলৎগঞ্জ-মাজদিয়া স্থলবন্দর বাস্তবায়ন কমিটির সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন স্থলবন্দর বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা। সভায় একাধিকবার উদ্বোধনকৃত বন্দরটি দ্রুত চালুর জন্য সরকারের দৃষ্টি কামনা করা হয়। সভায় দৌলৎগঞ্জ-মাজদিয়া বাস্তবায়নের সামগ্রীক অগ্রগতির চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন দৌলৎগঞ্জ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হক। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, কেডিকে ইউপি চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু, পৌর কাউন্সিলর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম রাজা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এমআর বাবু, দৌলৎগঞ্জ সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মজিবর রহমান বাবলু, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মোল্লা, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, সাংবাদিক সালাউদ্দীন কাজল, শামসুর রহমান চঞ্চল, জহিরুল ইসলাম, মুন্সী খোকন, ফয়সল খবীর প্রমুখ। সভা শেষে স্থলবন্দর বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তবলী গ্রহণ করা হয়।