জীবননগর ব্যুরো: জীবননগরে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আল আমীনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে জীবননগর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
জীবননগর থানাসূত্রে জানা যায়, উপজেলার গোয়ালপাড়ার একের আলীর ছেলে আল আমীন মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি। আদালত হতে রায় ঘোষণার পর থেকে সে পলাতক ছিলো। জীবননগর থানার এসআই সিরাজুল আলম গোপন সংবাদের ভিত্তিতে ফোর্স নিয়ে দুপুরে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় জীবননগর বাসস্ট্যান্ড থেকে আল আমীনকে গ্রেফতার করা হয়।