জীবননগর ব্যুরো: ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন জীবননগর উপজেলার গয়েশপুর ও মেদিনীপুর এবং মহেশপুরের শ্যামকুড় বিওপির সদস্যরা মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। গতকাল বৃহস্পতিবার পরিচালিত অভিযানে ৫৮ বোতল ফেনসিডিল ও ৭৪ বোতল মদ উদ্ধার করা হয়েছে।
মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্রেজানা যায়, গয়েশপুর বিওপির বিজিবি সদস্যরা গয়েশপুর পশ্চিমপাড়া বড় মসজিদের পাশ হতে মালিকবিহীন অবস্থায় ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। মেদিনীপুর বিওপির টহল দল হরিহরনগর আমবাগানের মধ্যে হতে মালিকবিহীন অবস্থায় ৭৪ বোতল ভারতীয় মদ এবং শ্যামকুড় বিওপির টহল দল মহেশপুর উপজেলার মাইলবাড়ীয়া স্কুলের মাঠের মধ্য হতে মালিকবিহীন অবস্থায় ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে।