সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ও সিন্দুরিয়া ফাঁড়ি পুলিশের মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজার গাছসহ ৩জনকে গ্রেফতার করেছে। গত বুধবার দিনগত রাত ৩টার দিকে চুয়াডাঙ্গার হাসনহাটি গ্রামের আশাদুল ম-লের ভুট্টার জমির মধ্যে থেকে ৫টি গাঁজা গাছসহ আশাদুল ও তার সাথে জড়িত সন্ধেহে তার ভাইরা রাজন ও তার ছেলে আকাশকে গ্রেফতার করা হয়।
পুলিশসূত্রে জানা গেছে, গত বুধবার দিনগত রাত ৩টার দিকে সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল আলিমের নির্দেশে এসআই শহিদুল ইসলাম ও সিন্দুরিয়া ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ ইনচার্জ এএসআই মেহেদী মাসুম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে হাসনহাটি মাঠে অভিযান চালান। এসময় আশাদুল ম-লের ভুট্টার জমি থেকে ৫টি গাঁজা গাছসহ গ্রেফতার করেন আশাদুল, ভাইরা রাজন ও ভাইরার ছেলে আকাশকে। তাদের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার সকালে সরোজগঞ্জ ক্যাম্প এসআই শহিদুল ইসলাম বাদী হয়ে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।