চুয়াডাঙ্গার সরোজগঞ্জে মাছ চুরির করতে গিয়ে হাতেনাতে আটক ১

??

সরোজগঞ্জ প্রতিনিধি: রাতের আঁধারে কারেন্ট জাল পেতে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ভান্ডারদহ বিল থেকে মাছ চুরি করতে গিয়ে হাতেনাতে একজনকে আটক করা হয়েছে। পরে তাকে উত্তমমাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে পাহারাদাররা। গত বুধবার দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় ভান্ডারদহ বিল পাহারাদাররা পাহারা দিচ্ছিলেন। এসময় চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মজিবার রহমানের ছেলে শরিফুল, একই গ্রামের ওসমান গনির ছেলে শোভন, আমিরুল ইসলামের ছেলে আকাশ, টিটন আলীর ছেলে বর্ষন কারেন্ট জাল পেতে মাছ চুরি করছিলো। এসময় পাহারাদাররা টের পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শরিফুলকে আটক করা হলেও পালিয়ে যায় শোভন, আকাশ ও বর্ষন। পরে শরিফুলকে কারেন্ট জালসহ উত্তমমাধ্যম দিয়ে সরোজগঞ্জ পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে বাদীপক্ষের সাথে আপস করে শরিফুলের পিতার জিম্মায় মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।