আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাক চাপায় মধুমালা খাতুন (২৫)নামে এক গৃহকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নওদাপাড়ায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত মধুমালা খাতুন একই উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত আরজেত আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে জগন্নাথপুর গ্রামের হাবিবুর রহমানের মোটরসাইকেলযোগে আলমডাঙ্গায় আসছিলেন মধুমালা খাতুন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন চালক হাবিবুর রহমান ও মধুমালা খাতুন। তাদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মধুমালা খাতুনকে মৃত ঘোষনা করেন। আহত হাবিবুর রহমানকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আলমগীর কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।