মেহেরপুর অফিস: মেহেরপুরের সোনাপুর গ্রামে গৃহবধূ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। গতকাল শনিবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় নিহত আয়েশার ভাই বিশারত বলেন, আমার বোনের স্বামী বাপ্পারাজ ও তার পরিবারের লোকজন বিভিন্ন সময় নির্যাতন করতো। ঘটনার চার দিন আগেও আয়েশাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। ঘটনার দিন আয়েশাকে ঘরে আটকিয়ে রেখে তাকে পাওয়া যাচ্ছে না বলে মিথ্যা প্রচারণা চালায় আয়েশার স্বামীর পরিবারের লোকজন। তিনি আরও বলেন, আয়েশার স্বামী শ্বাসরোধে হত্যা করে বাঁশ বাগানে ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ করেন। আয়েশার ভাই বিশারত হোসেন ও সোনাপুর গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচিতে আয়েশার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।
উল্লেখ্য, গত শুক্রবার সকালে মেহেরপুরের পিরোজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের গোরস্তানের অদূরে একটি বাঁশবাগান থেকে আয়েশা খাতন (২৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্থানীয় পিরোজপুর ক্যাম্প পুলিশ। গৃহবধূ আয়েশা সোনাপুর গ্রামের বাপ্পারাজ আলীর স্ত্রী। আয়েশা গত বৃহস্পতিবার সন্ধ্যারাতে বাড়ি থেকে নিখোঁজ হয়। পরের দিন শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ির অদূরে একটি বাঁশগাছের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আয়েশার ঝুলন্ত মরদেহ উদ্ধার পুলিশ। মরদেহ উদ্ধারের পর স্বামী বাপ্পারাজ আলী পলাতক রয়েছেন। এদিকে আয়েশা খাতুনের বাবার পরিবারের পক্ষ থেকে বাপ্পারাজের নামে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।