মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের সুবল কুরি (৬৫) নামের এক সার ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ির সিঁড়ির নিচ থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকা-ের বিষয়টি রহস্যজনক বলে জানায় পুলিশ। নিহত সুবল কুরি মহাজনপুর গ্রামের মৃত বুধো কুরির ছেলে। হত্যাকা-ের বিষয়ে কোনো ধারণা নেই বলে তার পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন।
নিহতের প্রতিবেশী ও মহাজনপুর ইউপি সদস্য জহুরুল ইসলাম স্বপন বলেন, নিজের দোতলা বাড়ির নিচতলায় সারের দোকান রয়েছে সুবলের। সন্ধ্যায় দোকানেই ছিলেন তিনি। এরপরে তার খোঁজ পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে নিজ বাড়ির এক তলার সিঁড়ির নিচ থেকে সারের বস্তা চাপা দেয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এসময় তার হাত-পা বাঁধা ছিলো। এদিকে খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল উপস্থিত হয়ে তার মরদেহ ময়নাতদন্তের জন্য হেফাজতে নিয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করছে পুলিশ। সুবলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে নিশ্চিত করে মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হাশেম বলেন, হত্যাকা-ের বিষয়টি রহস্যজনক। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণের পাশাপাশি হত্যাকা-ের রহস্য উম্মোচনের চেষ্টা করছে পুলিশ।