স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্র্ষিকী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু এনপিএল ক্রিকেট লিগের দ্বিতীয় সেমিফাইনালে দামুড়হুদা প্লাটুনকে মাত্র ১ উইকেট পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে মুন্সিগঞ্জ রেঞ্জার্স। গতকাল শনিবার দুপুর ১টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে টসে জয়লাভ করে দামুড়হুদা প্লাটুন প্রথমে ব্যাটিং ১৭৯ রান সংগ্রহ করে। জবাবে মুন্সিগঞ্জ রেঞ্জার্স ৯ উইকেট হারিয়ে কষ্টের জয়ে ফাইনালের টিকেট লাভ করে। জয়ের জন্য শেষ দিকে ২ রানের প্রয়োজন ছিলো। হাতে ছিলো ২টি উইকেট। ২ রান নিতে গিয়ে রেঞ্জার্সের ৯ম ব্যাট্সম্যান আউট হয়ে গেলে শঙ্কার মুখে পিন্টু বাহিনী। তবে শেষ ব্যাট্সমান সাফিন বাউন্ডারী হাকিয়ে সব শঙ্কা দূর করে নিজ দলকে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করাই। ফাইনালে উন্নীত হওয়ায় রেঞ্জার্স দলের ত্রানকর্তা সাবেক ক্রিকেটার সুরেশ কুমার আগরওয়ালা সকল খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছেন। দ্বিতীয় সেমিফাইনালে একাই ম্যান অবদি ম্যাচ, বিগ সিক্সার ও হাইয়েস্ট স্কোরারের পুরস্কার লাভ করে মুন্সিগঞ্জ রেঞ্জার্সের সাফিন। হাইয়েস্ট উইকেটারের পুরস্কার লাভ করে দামুড়হুদা পাল্টুনের জুয়েল, বেস্ট ফিল্ডারের পুরস্কার পায় বিজয়ী দলের বাশার ও স্প্রিট অবদি স্মল ক্রিকেটারের পুরস্কার লাভ করে মাশরাফি এবং লাবিব হাসান সামিউ। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ শেষে পুরস্কার জয়ীদের হাতে প্রাইজমানি তুলে দেন জাহানারা ফাউন্ডেশনের পরিচালক জাহানারা খাতুন, ক্রীড়া সংগঠক আয়শা আকতার, জাহাঙ্গীর আলম, নিশাদ হাসান ও আবু রায়হান। সেমিফাইনাল খেলা পরিচালনা করেন আজিম হায়দার, ইমরান, রিয়াদ রাইয়ান ও শিহাব সাবরিয়া।