দক্ষিণ আফ্রিকার কাছে ধবল ধোলাই অস্ট্রেলিয়া

মাথাভাঙ্গা মনিটর: লাবুশানের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও অস্ট্রেলিয়াকে ধবল ধোলাই থেকে রক্ষা করতে পারলো না। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এর আগে সফরের তিন ম্যাচ টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে সফরকারি অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে অস্ট্রেলিয়ার দেয়া ২৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫৪ রানে ২ উইকেট হারিয়ে হোঁচট খায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। তবে সেখান থেকে কাইলি ভেরিন ও জেজে স্মুটসের জুটি দলকে ভিত গড়তে সহযোগিতা করে। এই জুটি থেকে আসে ৯৬ রান। দলীয় ১৫০ রানে ভেরিন ব্যক্তিগত অর্ধশতক করে আউট হলেও স্মটসের ব্যাট থেকে আসে ৮৪ রান। এরপর হেনরিস ক্লাসেন ৬৩ বলে ৬৮ রানের অনবদ্য ইনিংস উপহার দিলে ২৭ বল হাতে থাকতেই ৬ উইকেটে জয় পায় স্বাগতিকরা।
এরআগে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৫৫ রানেই ওয়ার্নার, স্মিথ ও ফিন্সকে হারিয়ে ধুকতে থাকে অস্ট্রেলিয়া। সেখান থেকে লাবুশেনের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সুবাদে তাদের মোট সংগ্রহ দাঁড়ায় ২৫৪ রান। বল হাতে নর্তজি ও স্মুটস নেন দুটি করে উইকেট। জেজে স্মুটস ম্যাচ অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। এরআগে সিরিজের প্রথম ম্যাচে ৭৪ রান ও দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে সিরিজ হারায় অজিরা। তৃতীয় ম্যাচেও ৬ উইকেটে হারলে দক্ষিণ আফ্রিকার কাছে ধবল ধোলাই হয়েই সিরিজ হারে অস্ট্রেলিয়া। সবশেষ ২০১৮ সালে ইংল্যান্ডের কাছে পাঁচ ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলো অস্ট্রেলিয়া।