আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গা আসমানখালীতে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ৪টার দিকে সূর্যদয় সংঘ ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খেলায় জামজামি একাদশ ও চৌগাছা একাদশ মুখোমুখি হয় চৌগাছা একাদশকে ২-০ গেমে পরাজিত করে জামজামি একাদশ জয়লাভ করেছে। খেলা পরিচালনা করেন রানা আহমেদ ও ওমর ফারুক। খেলায় বিজয়ী দলকে বড় ট্রফি ও নগদ অর্থ এবং রানারআপ দলকে ছোট ট্রফি ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। খেলায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মুজিবুল হক মুন্সী। প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জজ কোর্টের সিনিয়র জুডিসিয়াল জজ তরিকুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মহাশিন কবির জিকারিয়া, আসমানখালী পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. শাহিনুর ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক, হাফিজুর রহমান লাভলু, আবু সাইদ আবদুল¬া লিটন মিয়া, বিপ¬ব বেহারী, রাজু আহমেদ, নোমান হোসেন প্রমুখ। ধারাভাষ্যে ছিলেন নান্দবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হুমায়ুন কবির টুলু।