মেহেরপুর অফিস ॥ এসএমই ফাউন্ডেশন এর উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী এসএম ই পণ্য মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে সমপানী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আতাউল গনি। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম প্রমূখ।
বক্তব্য রাখেন মেহেরপুর বকুল, এস এম ই ফাউন্ডেশন এর সহকারী ব্যবস্থাপক নাজমুল হাসান। পরে এসএম ই পণ্য মেলায় অংশগ্রহণকারী স্টল মালিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে মেহেরপুরের ললনা প্রথম, আদিবাসী মহিলা সংস্থা দ্বিতীয় এবং বাঙালি তৃতীয় পুরস্কার লাভ করেন।