স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের কাউন্সিলের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কে কে আসছেন তা নিয়ে নানামুখী আলোচনা চলছে। সভাপতি পদে একাধিক প্রার্থীর মধ্যে শহিদুল ইসলাম সাহানকে নিয়ে অনেকেই ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক শহরের মুক্তিপাড়ার বাসিন্দা বাহাদুর আলী সরকারের ছেলে শহিদুল ইসলাম সাহান।তিনি টানা ৩৯ বছর আওয়ামী ঘরানার রাজনীতির সাথে জড়িত। সাহান ১৯৬৭ সালে চুয়াডাঙ্গা মহকুমা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্রকার সিদ্দিক জামাল নান্টুর সহোদর।
বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত সাহান ১৯৭৯ সালে চুয়াডাঙ্গা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে পড়ার সময় ছাত্রলীগের রাজনীতিতে যোগ দেন। ১৯৮১ সালে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে টানা ১০ বছর চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজনীতির বাইরে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে সাহানের খ্যাতি রয়েছে। সাহান বর্তমানে জেলা পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য। এছাড়া, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক , সমাজসেবা অধিদপ্তরের শহর সমাজ উন্নয়ন সমন্বয় পরিষদের সভাপতি, রুগী কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য, চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, পাইন ক্লাব চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক ,আবাহনী সমর্থক গোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, অ্যাপেক্স ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, অরিন্দম সাংস্কৃতিক সংগঠন ও চেম্বার অব কমার্সের সদস্য।
শহিদুল ইসলাম সাহান বলেন,‘ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার আমার রাজনৈতিক গুরু। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে গণমানুষের জন্য রাজনীতি করতে চাই। পৌর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পেলে পদের মর্যাদা রাখতে সবকিছু করা হবে।’