এলাকাবাসির লালিত স্বপ্ন পূরণের দিন আজ ॥ দর্শনায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

সন্ত্রান জঙ্গীবাদ ও মাদক বিরোধী আ.লীগের মহাসমাবেশ ও দর্শনা থানা উদ্বোধন ॥ নিচ্ছিদ্র নিরাপত্তায় শহর জুড়ে সাজ সাজ রব
দর্শনা অফিস: দর্শনা তথা আশপাশ এলাকাবাসির দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের দিন আজ। দর্শনায় আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মন্ত্রীর আগমনে দলীয় পক্ষ থেকে যেমন ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে, তেমনি জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজনের কোন কমতি রাখা হয়নি। নিচ্ছিদ্র নিরাপত্তার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশি নিরাপত্তা চৌকির ব্যবস্থা করা হয়েছে। আ.লীগের মহাসমাবেশ সফল করতে দলীয়ভাবে খন্ড খন্ড পিকিটিং রয়েছে অব্যাহত। সেই সাথে দৃষ্টি নন্দন তোরণ, নেতৃবৃন্দের ছবি সংবলিত ব্যানার ও বিলবোর্ড শোভা পেয়েছে গোটা দর্শনায়। নবসৃষ্ট দর্শনা থানা চত্তরকে সাজানো হয়েছে ফুলে ফুলে। আলোক সজ্জার পাশাপাশি ভবনগুলোতে রংচুনের কাজের মাধ্যমে নতুনে পরিণত করা হয়েছে। থানার সামনে মনমুগ্ধকর ফুলের বাগান জানান নতুন থানার আগাম বার্তা। থানা ও সমাবেশ চত্তর পরিদর্শন করেছেন দলীয় নেতৃবৃন্দ ও পুলিশ কর্মকর্তারা। দর্শনা তথা আশপাশ এলাকাবাসির দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হয়েছে দর্শনাকে থানায় উন্নিত করণের মধ্যদিয়ে। গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দর্শনা থানা ঘোষনার খবরের পর থেকে খুশি আটখানা এলাকাবাসি। থানায় উন্নিত করণ চুয়াডাঙ্গা-২ আসনে পরপর তিনবারের নির্বাচিত সংসদ সদস্য প্রতিশ্র“তিশীল জননন্দিত জননেতা হাজী আলী আজগার টগরের নিরলস প্রচেষ্টার প্রতিফলন। এ উন্নয়নে ব্যাপক প্রসংশিত হয়েছেন এমপি টগর। বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা অভিনন্দনের পালা যেন থামছেনা। থানা ঘোষনা হলেও অপেক্ষা পালা ছিলো উদ্বোধনের। অবশেষে সে পালার অবসান হচ্ছে ২৯ ফেব্র“য়ারি শনিবার। দর্শনা থানার ফলক উন্মোচনের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ লক্ষে প্রায় মাসব্যাপি ব্যাপক প্রস্তুতি নেয়া হয়। এরই মধ্যে বাউন্ডারী প্রাচীল নির্মান, প্রধান ফটক, ফটকের সামনে সোন্দর্য বৃদ্ধি, ভেতরে মনমুগ্ধকর ফুলের বাগান, থানা ভবন, অফিসার ও স্টাফ কোয়ার্টার মেরামত, রংচুন সহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের সার্বিক নির্দেশনা ও তদারকি, সিনিয়র সহকারি পুলিশ সুপার আবু রাসেলের দেখভাল ও ইন্সপেক্টর শেখ মাহবুবুর রহমানের কড়া নজরদারিতে শতাধীক শ্রমিক সোন্দর্য বর্ধনের কর করেছে বিরতিহীনভাবে। দফায় দফায় কাজ পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল শুক্রবার দিনভর সমাবেশ চত্তর ও দর্শনা থানা পরিদর্শন করেন চুয়াডাঙ্গা-১ আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য, জেলা আ.লীগের সভাপতি, সাবেক হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা-২ আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, জেলা আ.লীগের সহসভাপতি খুস্তার জামিল, আ.লীগনেতা গোলাম ফারুক আরিফ সহ আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। মাননীয় মন্ত্রীর আগমনে গত কয়েকদিন ধরে সন্ধ্যার পরপরই যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে সমাবেশ সফল করতে পিকেটিং করা হচ্ছে। জেলা পুলিশের পক্ষ থেকে দেয়া তথ্যনুযায়ি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার দুপুর আড়াইটার দিকে থানা চত্তরে ফলক উন্মোচনের মধ্যদিয়ে দর্শনা থানা উদ্বোধন করবেন। বিকাল ৩ টার দিকে দর্শনা সরকারি কলেজ মাঠে থানা উদ্বোধন এবং জঙ্গী, সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির ভাষন দেবেন। বিকাল ৫ টার দিকে দত্তনগর কৃষি ফার্ম পরিদর্শন, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কেরুজ অতিথি ভবনে উপস্থিত হবেন। সন্ধ্যা ৭ টার দিকে অতিথি ভবনে বাউল সংগীত মঞ্চে উপস্থিত থাকবেন। এ দিকে জেলা পুলিশের পক্ষ থেকে দর্শনার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও রাস্তার মোড়গুলোতে দর্শনা থানার দিক নির্দেশনামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করছেন ইন্সপেক্টর মাহবুবুর রহমান কাজল। তিনি চুয়াডাঙ্গা ডিএসবি কার্যালয়ে ডিআইওয়ান হিসেবে দায়িত্ব পালন শেষে দর্শনা থানার প্রথম অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করছেন। ইন্সপেক্টর তদন্ত হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক ইনচার্জ ইন্সপেক্টর শেখ মাহবুবুর রহমান। লোকবল বৃদ্ধি করা হয়েছে দর্শনা থানায়। এ থানায় প্রাথমিকভাবে দায়িত্ব পালন করবেন ৪ জন উপ-পরিদর্শক, ৫ জন উপ-সহকারি পরিদর্শক সহ ১৭ জন কনস্টোবল। এ ছাড়া বেশ কয়েকজন মহিলা পুলিশ কনস্টোবল দেয়া হচ্ছে বলেও জানান শেখ মাহবুবুর রহমান। দর্শনা পৌরসভা, বেগমপুর, তিতুদহ, পারকৃষ্ণপুর-মদনা, কুড়–লগাছি, নবগঠিত নেহালপুর ও গড়াইটুপি ইউনিয়ন নিয়ে গঠন করা হয়েছে দর্শনা থানা। জেলার গুরুত্বপূর্ণ শহর হিসেবে দর্শনার পরিচিত রয়েছে ব্যাপক। এ শহরে চুয়াডাঙ্গা-২ আসনের পরপর তিনবারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, কেন্দ্রীয় জাসদ নেতা আনোয়ারুল ইসলাম বাবু, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি এ্যাড শহিদুল ইসলাম, ওয়ার্কসপার্টি নেতা সৈয়দ মজনুর রহমান, জেলা বিএনপির অন্যতম নেতা শিল্পপতি ইঞ্জিঃ মোখলেসুর রহমান তরফদার টিপু, ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম সহ গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের বসবাস। জেলার ঐহিত্যবাহি কেরুজ চিনিকল, কাস্টমস সার্কেল, কলেজ, হাট-বাজার, রেল স্টেশন, বন্দর ইয়ার্ড সহ অসংখ্যা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে এ শহরে। দর্শনাবাসির নিরাপত্তা নিশ্চিত করণে ততকালীন বৃট্রিশ শাসনামলে স্থাপন করা হয় পুলিশ ফাড়ি। দর্শনা পুরাতন বাজার সংলগ্ন পরিত্যাক্ত জমিদার বাড়িতে দীর্ঘদিন পুলিশ ফাড়ির কার্যক্রম পরিচালিত হয়েছে। ভবনের জরার্জিন অবস্থার কারণেই পুলিশ ফাড়ি স্থানান্তর করা হয়। পুলিশ ফাড়ি থেকে উন্নিত করে সংশি¬¬ষ্ট বিভাগ থেকে ঘোষনা দেয়া হয় পুলিশ তদন্ত কেন্দ্রে। দর্শনা পোষ্ট অফিসের সামনে সরকারি জমিতে নির্মান করা হয় দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্র ভবন। ১৯৯৯ সালের ২৪ জুলাই এ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ততকালীন আ.লীগ সরকারের স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোঃ নাসিম। সে থেকেই দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম শুরু হয়। বছর ৫/৬ পরে পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় নির্মান করা হয় স্ট্যাফ ও অফিসার কোয়ার্টার। দর্শনা সহ আশপাশ এলাকার আইন-শৃংখলা স্বাভাবিক রাখতে এলাকাবাসির দাবীর প্রেক্ষিতে এমপি আলী আজগার টগর দর্শনাকে থানায় উন্নিত করণে ব্যাপক ভূমিকা রাখেন। প্রাণপন চেষ্টা ও নিরলস পরিশ্রমে অবশেষে দর্শনা হলো থানা। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য, জেলা আ.লীগের সভাপতি, সাবেক হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য, এ আসনের উন্নয়নের রুপকার খ্যাত, জনদরদি জননেতা হাজি আলী আজগার টগর, খুলনা বিভাগীয় পুলিশ কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম সহ উর্দ্ধতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।।