স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে তিনজনকে আটক করেছে বিজিবি। গত বৃহস্পতিবার রাতে মহেশপুর উপজেলার কাঞ্চনপুর বাওড়ের পাশ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা সবাই বাংলাদেশী নাগরিক। অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে তাদের আটক করা হয় বলে জানিয়েছে বিজিবি।
মহেশপুর ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে মহেশপুর উপজেলার কাঞ্চনপুর বাওড়ের কিনারায় অভিযান চালায় মহেশপুর ৫৮ বিজিবির অধিনস্থ বিওপির টহল দল। এ সময় বাওড়ের কিনারায় মেহগনি বাগানের মধ্যে সীমান্ত পিলার ৬০/৭৫-আর হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হতে তিনজনকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে আটক করা হয়। আটককৃত তিনজন বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল হিসেবে পলাতক আসামি মহেশপুরের সলেমানপুর গ্রামের মিজনুর রহমানের ছেলে মো. সালাউদ্দিনের (৩৫) বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।