স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু এনপিএল ক্রিকেট লিগে দামুড়হুদা প্লাটুন ৬০ রানে জয়লাভ করেছে। গতকাল চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টসে জয়লাভ করে দামুড়হুদা প্লাটুন প্রথমে ব্যাটিং করে ৮ উইকেটে ২০৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সিফাত ৬৮ ও সুজন ৫৭ রান করে। জবাবে জীবননগর চ্যালেঞ্জার্স ১৪৫ রানে অলআউট হয়। ম্যাচে ম্যান অবদি ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের সিফাত। উল্লেখ্য বঙ্গবন্ধু এনপিএল ক্রিকেট লিগের প্রতিটি ম্যাচে হাইয়েস্ট স্কোরার, হাইয়েস্ট উইকেট টেকার, বিগ সিক্সার ও ম্যান অবদি ম্যাচের পুরস্কার এবং প্রাইজ মানি দেয়া হয়। গতকালের ম্যান অবদি ম্যাচ, হাইয়েস্ট স্কোর ও বিগ সিক্সারের পুরস্কার লাভ করে বিজয়ী দলের সিফাত এবং হাইয়েস্ট উইকেট টেকারের পুরস্কার লাভ করে একই দলের ক্ষুদে ক্রিকেটার লিখন। গতকাল বিজয়ীদের হাতে প্রাইজ মানি তুলে দেন অতিথি শারমিন পারভীন, তানিয়া হাফিজ ও সালমা খাতুন। খেলায় জয়লাভ করায় দামুড়হুদা প্লাটুন দলের পরিচালক সমাজসেবক জাহানারা খাতুন সকল খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছেন। আজ সকাল ৯টায় একই মাঠে মুখোমুখি হবে মুন্সীগঞ্জ রেঞ্জার্স ওয়াল্টন থান্ডার। গতকালের ম্যাচটি পরিচালনা করেন ইমরান, রিয়াদ ও রাব্বী।